Posts

Change Your self

Image
কোনো  সময় রাগের মাথায় কাউকে এমন কিছু কথা বলোনা যাতে সে সারাজীবন এই কথাগুলো ভুলতে পারে না  যেমন:           একটা ছেলে খুব রাগী মস্তিষ্কের ছিল। তার বাড়িতে বাবা মায়ের কাছে সমস্ত সময় বাইরের মানুষ অভিযোগ করে থাকতো। তখন ছেলেটির বাবা ছেলেটিকে বোঝানোর জন্যে একটি উপায় ভাবে এবং ছেলেটিকে ডেকে তার হাতে একটা  বড়ো কাঠের টুকরো ও পেরেক দেয় বলেন তুমি যখন খুব রেগে যাবে তখন একটি করে পেরেক ওই কাঠের পাঠাতনের মধ্যে মারবে ।    ছেলেটি তারপর থেকে যখনই খুব রেগেযেতো তখন ছেলেটি একটি করে পেরেক ওই পাঠাতনের উপরে মারতো। এই ভাবেই কিছুদিনের মধ্যে ছেলেটি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে থাকে,কারণ যখন সে পেরেক কাঠের পাঠাতনের উপরে মারছে তখন তার হাতেও কখনও কখনও লেগেযাচ্ছিলো তাই সে রাগের উপরে নিয়ন্ত্রণ করেফেলে। তারপর ছেলেটি তার বাবার কাছে যায় এবং বলে আমি নিজের রাগের উপর নিয়ন্ত্রণ করতে পেরেছি বাবা। তখন ছেলেটির বাবা ছেলেটিকে বললেন এতদিন রাগ করে যে পেরেক গুলো কাঠের পাঠাতনের উপরে মেরেছিলে সেগুলো তুলেফলো । সেই কথা শুনে ছেলেটি তাড়াতাড়ি করে পেরেক গুলো তুলে ফেললো আর বাবাক...

অযথা সুবিধা গ্রহণ কারী কিছু মানুষের কথা

Image
কিছু মানুষ জীবনে  বদলাবেনা,তাদেরকে নিয়ে কোনোদিন নিজেরা আলোচনা করোনা,    যেমন একটা উদাহরণ দিচ্ছি :-              একটা মুরগি ও একটা পাথর নাও তারউপর মুরগীটাকে বসাও     👉 কিছু হবে ?  এইবার পাথর টাকে ডিমের  মতন কাটুন তারপর মুরগীটাকে ঐটার উপরে বসান।     👉 তাতেকি কিছু হবে ?   হবেনা !  এইবার ঐটাকে ডিমের মতন সাদা রং করুন তারপর তার উপরে মুরগীটাকে ঐটার উপরে বসাও।   👉 তাতে কিছু হবে?          কিছুই হবেনা।       একটা ডিম্ নাও  এইবার মুরগিটাকে  ডিমের উপরে বসাও কিছুক্ষন মুরগিটি ডিমটাকে তাপদিলো তাতেও কিছু হলোনা।     যদি কিছু হওয়ার হতো তাহলে ডিমের উপরে বসানোতেই হতো কিন্তু ডিমের উপরে বসানোতে কিছুই হয়নি। যদি কারোর কোনো কাজ করার ইচ্ছে না থাকে তাকে অনেক সুযোগ সুবিধা দিয়েদিলেও সে কনো কাজ করবে না.......

অহংকার?

Image
কেউ একজন বরফকে জিজ্ঞাসা করেছিল তুমি এত ঠান্ডা কেন  ? তখন বরফ বললো  আমার অতীত ও জল এবং আমার ভবিষৎও জল তাহলে গরম কিসের দেখাবো ! এইসময় মানুষের  একই অবস্থা অতীতও খালি হাত,ভবিষৎও খালি হাত তাহলে এত অহংকার কিসের। TEMPLE,MASJID,CHURCH এই তিনটি কথাতে ৬ টি অক্ষর আছে  GEETA তে ৫টি অক্ষর, QURAN এবং BIBLE এও ৫টি অক্ষর,LIFE এ ৪ অক্ষর আর DEAD  দুটোতেই ৪ টি  অক্ষর। HATE কথাতে ৪টি অক্ষর এবং LOVE কথাতেও ৪টি অক্ষর,NEGATIVE কথাতে ৮টি অক্ষর এবং  POSITIVE কথাতেও ৮টি অক্ষর। FAILURE কথাতে ৭ টি অক্ষর আর SUCCESS কথাতেও ৭টি অক্ষর,BELOW কথাতে ৫টি অক্ষর  ABOVE কথাতেও ৫টি অক্ষর।  CRY কথাতে ৩টি অক্ষর আর JOY কথাতেও ৩টি অক্ষর,ANGER কথাতে ৫টি অক্ষর আর HAPPY কথাতেও ৫টি অক্ষর। RIGHT কথাতে ৫টি অক্ষর আর WRONG কথাতেও ৫টি অক্ষর,RICH কথাতে ৪টি অক্ষর আর POOR কথাতেও ৪টি অক্ষর। FAIL কথাতে ৪টি অক্ষর আর PASS কথাতেও ৪টি অক্ষর।  তাই আমার...

DAD AND DAUGHTER SMALL STORY

Image
                 একদিন বাবা মেয়ের হাত ধরে একটা নদী পার করছিলো,                          তখন নদীর স্রোত খুব প্রখর ছিল তাই তখন মেয়েটি বাবা কে বললো তুমি আমার হাত ধরে নাও,                এই কথা শুনে বাবা অবাক হয়ে মেয়ে কে বললো তুমি আমার হাত ধরো বা আমি তোমার হাত ধরি                           মানেটা তো একই দাঁড়ায় ।                  তখন এই কথা শুনে এইবার মে বাবাকে বললো। না আমি যদি তোমার হাত ধরি তাহলে                                                                   হয়তো নদীর স্রোতের ভয়েতে আমি তোমার হাত ছেড়েও যেতে পারে, কিন্তু তুমি যদি ...

President & Future ..........

Image
————————————————————————————————————————                        তুমি যদি বর্তমানে শুধু কিছুমাত্র সময়ের জন্য ভালো থাকতে চাও                                                 তাহলে তোমার ভবিষ্যৎ দুঃখে কষ্টে কাটাতে হতে পারে,                                কিন্তু তুমি যদি ভবিষ্যতে সুখী হতে চাও তবে                                           বর্তমানে তোমাকে কিছুটা সময় দুঃখের সঙ্গে কাটিয়ে নিতে হবে !.......                                                           ...

Change your self

Image
যদি মাথা নিচু করলে সম্পর্ক গভীর হয় ,               তাহলে মাথা নিচু করেনাও, কিন্তু তোমাকেই  যদি বারবার মাথা নিচু করতে হয় তাহলে থেমে যাও ।        তাই জীবনে পস্তানো ছেড়ে দাও এবং  এমন কিছু করো যাতে লোক তোমাকে ছেড়ে পস্তায়।......... যদি এক মত হও তাহলে শেয়ার করেদিন। .............

generation change though

Image
সব মানুষকে সময়ের সাথে বদলাতে হয়,যে মানুষ বদলাতে পারে না তাকে সময় বদলে দেয়!আর সময় যাকে বদলে দেয়  তার ভাগ্যে বরো কষ্ট হয় কারণ আগে আমাদের মা বাবা  যাবতিয় যা করতো এখন তা আমরা  করি না  তাই এখন আমরা নতুন কিছু করি এবং আমাদের পরবর্তী সময় আমাদের ছেলে মেয়ে রা আরো নতুন কিছু করবে  তাই মানুষ কে পরিবর্তন হতেই হয় বা পরিবর্তন হতেই হবে  --------------------------------------------------------------------------------------------------------------------- English translation---- Everyone has to change with time; those who cannot change are changed by time! And when time changes someone, they often face great hardships. In the past, our parents used to do everything, but now we don't follow the same practices. Instead, we do new things, and in the future, our children will introduce even newer ways. Therefore, change is inevitable, and people must adapt to it.