Your self

কোনো  সময় রাগের মাথায় কাউকে এমন কিছু কথা বলোনা যাতে সে সারাজীবন এই কথাগুলো ভুলতে পারে না 




যেমন:
          একটা ছেলে খুব রাগী মস্তিষ্কের ছিল। তার বাড়িতে বাবা মায়ের কাছে সমস্ত সময় বাইরের মানুষ অভিযোগ করে থাকতো। তখন ছেলেটির বাবা ছেলেটিকে বোঝানোর জন্যে একটি উপায় ভাবে এবং ছেলেটিকে ডেকে তার হাতে একটা  বড়ো কাঠের টুকরো ও পেরেক দেয় বলেন তুমি যখন খুব রেগে যাবে তখন একটি করে পেরেক ওই কাঠের পাঠাতনের মধ্যে মারবে ।

   ছেলেটি তারপর থেকে যখনই খুব রেগেযেতো তখন ছেলেটি একটি করে পেরেক ওই পাঠাতনের উপরে মারতো। এই ভাবেই কিছুদিনের মধ্যে ছেলেটি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে থাকে,কারণ যখন সে পেরেক কাঠের পাঠাতনের উপরে মারছে তখন তার হাতেও কখনও কখনও লেগেযাচ্ছিলো তাই সে রাগের উপরে নিয়ন্ত্রণ করেফেলে। তারপর ছেলেটি তার বাবার কাছে যায় এবং বলে আমি নিজের রাগের উপর নিয়ন্ত্রণ করতে পেরেছি বাবা।
তখন ছেলেটির বাবা ছেলেটিকে বললেন এতদিন রাগ করে যে পেরেক গুলো কাঠের পাঠাতনের উপরে মেরেছিলে সেগুলো তুলেফলো । সেই কথা শুনে ছেলেটি তাড়াতাড়ি করে পেরেক গুলো তুলে ফেললো আর বাবাকে বললো তোমার করতেদেওয়া কাজ আমার শেষ।

এইবার বাবা বললো পাঠাতনটা আগে যেমন ছিলো এখন তোমার রাগের কারণে যে পেরেক গুলো মিছিলে তোলার পরও কি আগের মতোন আছে ?
     তাই যখন কাউকে কিছু বলছো তখন মাথায় রেখো তুমি এমন কিছু কথা বলেনা যাতে তোমর সামনের মানুষের খারাপ না লাগে


যদি অমর লেখা ভালো লাগে তাহলে আপনাদের পরিচিতদের কাছে পৌঁছে দেবেন 


                                                    ------ ধন্যবাদ -----

Comments

Popular posts from this blog

Change your self